সিলেট-বিয়ানীবাজার সড়কে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নিহত জাবের আহমদ (১৬) শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আর আহত আরিফুল ইসলাম দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, বিপরীতগামী মালবাহী ট্রাকের সামনের অংশের সঙ্গে সরাসরি ধাক্কা খেয়ে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী দুইজন। এ সময় ঘটনাস্থলেই জাবেরের মৃত্যু হয়।
আর আহত আরিফুলকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১০