নিখোঁজের চার দিন পর সিলেটের শ্রীরামপুরের ইয়ামিন আরাফাত হামিমকে (১৯) অচেতন অবস্থায় টার্মিনাল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে হামিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে হামিমের শারীরিক অবস্থা স্বাভাবিক হলে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
ইয়ামিন আরাফাত হামিম মোগলাবাজার থানাসংলগ্ন শ্রীরামপুরের শেখপাড়ার জামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে মোবাইল ফোন বিক্রির কথা বলে বাড়ি থেকে বের হন হামিম। পরে তিনি আর বাড়ি ফেরেননি।
আরও পড়ুন: কক্সবাজারে সমুদ্রে ডুবে দুই বন্ধুর মৃত্যু
এ ঘটনায় তার বাবা বুধবার (১১ অক্টোবর) মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হামিমের পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর হামিমের মোবাইল ফোন থেকে তার মায়ের মোবাইল ফোনে একাধিকবার কল আসে। তখন হামিম বলে, তাকে ৪ জন লোক একটি অন্ধকার ঘরে আটকে রেখেছে। তাদের হাতে বন্দুক আছে।
বুধবার (১১ অক্টোবর) রাতে হামিমের সঙ্গে তার পরিবারের শেষ কথা হয়। তারপর থেকে হামিমকে ফোন বন্ধ পাওয়া যায় বলে জানায় তার পরিবার।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন জানান, নিজস্ব সূত্রে খবর পেয়ে শুক্রবার সকাল ৮টায় কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ইয়ামিন আরাফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এলজিইডি কর্মকর্তা নিহত, আহত ৪