রবিবার রাত সোয়া ১১টায় র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে ওয়েসিস হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও সরকারি বিধি পালন না করে প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা
এসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সিপিএসসি, ইসলামপুর, সিলেট) কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন রবিবার দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় মা ও শিশু হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: সিলেটে খাদ্য প্রতিষ্ঠান ফুলকলিকে ৫ লাখ টাকা জরিমানা
অভিযান চালাকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার, রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় ও ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিচালনায় নানা অনিয়মসহ বিভিন্ন অপরাধে ছয় লাখ টাকা জরিমানা আদায় করেন।
এর আগে বৃহস্পতিবার সিলেটের মিষ্টিজাত পণ্য বিক্রয়কারী অভিজাত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ফুলকলিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: সিলেটে ২ রেস্টুরেন্টকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
সংশ্লিষ্টরা জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ফুলকলিকে এ জরিমানা করা হয়।
এর আগেও ফুলকলিকে কয়েকবার জরিমানা করা হয়েছিল। এরপরেও নানা অনিয়ম করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অপরদিকে, গত ৭ ডিসেম্বর নগরীর জিন্দাবাজারস্থ পানসি রেস্টুরেন্টে র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে খাবারে কাপড়ের রঙ ও কেমিকেল পাওয়া যাওয়ায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা
পানসি রেস্টুরেন্টে অভিযান শেষে মো. আখতারুজ্জামান জানান, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অনিয়ম পাবো সেখানেই ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: মাগুরায় ৩ ড্রেজার মেশিন জব্দ, এক লাখ টাকা জরিমানা
একইদিন সকালে নগরীর জল্লারপারস্থ পাঁচ ভাই রেস্টুরেন্টে নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযানে নামে র্যাব-৯। এ সময় পাঁচ ভাই রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন এবং খাবারে কেমিকেল ও বিষাক্ত রঙ মেশানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।