চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজ থেকে পড়ে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ফৌজদারহাট সাগর উপকূলে অবস্থিত এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম নিজাম উদ্দিন। তিনি মিরসরাই উপজেলার বড়তাকিয়া পূর্ব খৈয়াছড়ার মৃত আবদুর রশিদের পুত্র।
আরও পড়ুন: কুমিল্লায় জজ মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
স্থানীয়রা জানান, মিরসরাইয়ের বাসিন্দা নিজাম উদ্দিন সীতাকুণ্ডের ফৌজদারহাট সাগর উপকূলে অবস্থিত এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। সোমবার রাতে নৈশকালীন ডিউটি শেষে মঙ্গলবার সকালে ফিরে যাবার সময় হঠাৎ জাহাজ থেকে পা পিছলে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার মাজাহারুল ইসলাম জানান, সকালে স্ক্র্যাপ জাহাজের ওপর থেকে পড়ে এক প্রহরী মারা গেছেন। নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ সব সহযোগিতা করব।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আবু সাঈদ জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০২৭
চট্টগ্রামে পূজামণ্ডপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু