সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরা, বরিশাল ও পঞ্চগড়ের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
মঙ্গলবার সকাল ৮ টায় সাতক্ষীরা সদরের ভাড়–খালী বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত শেষে ইমাম মো. মাহবুবুর রহমান বলেন, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সিদ্ধান্ত মতে বিশ্বের সকল মুসলমানদের সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা উচিত।
আরও পড়ুনঃ পঞ্চগড়ে পুলিশের হস্তক্ষেপে ৪ পরিবারের ঈদের জামাত
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরা জেলার বাউখোলা, তালা উপজেলার উপলোর ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার কাশিমারিসহ জেলায় মোট সাতটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বরিশালের ৬টি উপজেলার কিছু গ্রামে আগাম ঈদুল আজহা পালিত হয়েছে। এসকল গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
আরও পড়ুনঃ ঈদুল আজহা ২১ জুলাই
মঙ্গলবার সকাল ৮টা থেকে দশটা পর্যন্ত বরিশালের ৬ উপজেলার ১০ হাজারের অধিক মানুষ ঈদের জামাতে অংশ নেয়।
বরিশালের বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, সদর উপজেলা ও মহানগরীর এই অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদুল আজহা উদযাপন করেছে।
আরও পড়ুনঃ ঈদুল আজহা: হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি ৬ দিন বন্ধ
বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়ি, হরিণাফুলিয়াসহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের উত্তর কামারপাড়া জামে মসজিদে ঈদের জামাত উদযাপিত হয়েছে। পুলিশ পাহারায় ৪ পরিবারের ৭ জন মুসল্লি এই ঈদের জামাত আদায় করেছেন।