ফেনীতে ২০টি স্বর্ণের বার ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সদ্য বহিস্কৃত ৫ কর্মকর্তার আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ফেনীর আদালতের সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালত ৫ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুনঃ ফেনীতে ডিবির ওসিসহ ৬ কর্মকর্তা গ্রেপ্তার, স্বর্ণের বার উদ্ধার
ফেনী আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিনালী জানান, তিন দিনের রিমান্ড শেষে শনিবার দুপুর মামলার ৫ আসামি জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতোহের হোসেন, উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) নুরুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানাকে মডেল থানা থেকে আদালতে তোলা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন প্রত্যেক আসামির ৭ দিন করে ফের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক কামরুল হাসান ৫ আসামির প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে। পরে আসামিদের আদালত থেকে ফের পুলিশ হেফাজতে নেয়া হয়।
এদিকে মামলার অধিক তদন্তের জন্য স্বর্ণ বার ডাকাতির মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। তবে আদালতের একটি সূত্র জানায়, পিবিআই মামলার তদন্তভার গ্রহণের জন্য শনিবার দুপুর পর্যন্ত কোন লিখিত আবেদন করেনি।
আরও পড়ুনঃ চট্টগ্রাম আসামি ছেড়ে দেয়া ঘটনায় ৩ পুলিশসহ গ্রেপ্তার ৬
শনিবার দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, মামলার অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি পিবিআই বা সিআইডিতে স্থানান্তরের জন্য আদালতে জেলা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, আসামিদের রিমান্ডে জিঙ্গাসাবাদ চলছে। তদন্তে মামলার বাদীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার অধিক তদন্তের জন্য পিবিআই বা সিআইডিতে স্থানান্তরের জন্য আদালতে আবেদন করা হয়েছে। পুলিশ সবগুলো বিষয় মাথায় নিয়ে তদন্ত করছে। মামলার বাদী কোথায় থেকে বারগুলো সংগ্রহ করেছে। কবে করেছে, কীভাবে করেছে, কারকাছে বারগুলো বিক্রি করতে যাচ্ছিল। কেন ডিবি পুলিশ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ বারগুলো লুট করেছে। সবগুলো বিষয় নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে পুলিশ নতুন কিছু তথ্য পেয়েছে। সে তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
একই মামলায় জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) মো. সাইফুল ইসলাম ভূইয়া চার দিনের রিমান্ডে রয়েছে। রবিবার তার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হবে। ওই সময়ে তাকে পুনরায় রিমান্ড চাইবে পুলিশ।
এর আগে বুধবার দুপুরে আসামিদের আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হলে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) মো. সাইফুল ইসলাম ভূইয়াকে ৪ দিন ও অপর ৫ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। ওইদিন বিকালে তাদের আদালত থেকে ফেনী মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ্য, ফেনীতে ২০টি স্বর্ণের বার ডাকাতির মামলায় গত ১০ আগস্ট মঙ্গলবার রাতে গ্রেপ্তার হন জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) মো. সাইফুল ইসলাম ভূইয়া, উপপরিদর্শক (এসআই) মোতোহের হোসেন, উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) নুরুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা।