শনিবার ময়নাতদন্ত শেষে শিশুটিকে দাফন করা হয়। এর আগে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
মৃত সাথী ওই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।
অসুস্থ দুই ভাই হলো- তোফাজ্জুল ইসলাম (১০) ও রবিউল ইসলাম (৪)।
রাজিউড়া ইউপি চেয়ারম্যান শেখ কামাল জানান, রাতে সিরাজুল তিন শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ান। এর কিছুক্ষণ পরই শিশুরা বমি করতে থাকে। সাথে সাথে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। বিষাক্রান্ত হয়ে মারা গেছে মর্মে হাসপাতাল থেকে পাঠানো পত্র পাওয়ার পর একটি জিডি করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তবে কৃমিনাশক ওষুধের নাম, কোন কোম্পানির জানতে চাইলে ওসি বলেন, অসুস্থ দুই শিশু নিয়ে মা-বাবা ব্যস্ত থাকায় তা জানা সম্ভব হয়নি।