সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় এ যাবতকালের সর্বোচ্চ ২৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন ও করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। তবে, গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
সোমবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. নুরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নুরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় এ বিভাগে মোট ৭৬১টি নমুনা পরীক্ষা করে ২৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৭৪ ভাগ।
আরও পড়ুনঃ করোনায় খুলনাতে আরও ১১ জনের মৃত্যু
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনা শনাক্ত ২৩৪ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪২ জনের পজিটিভ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৌলভীবাজার ৪৭ জন। এছাড়া, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ২৫ জন এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনেরও পজিটিভ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ কুষ্টিয়া হাসপাতালে করোনায় ৯ মৃত্যু, বাড়ছে রোগী
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে এক জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৩ জন ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: রামেকে করোনায় আরও ১৪ মৃত্যু
এ বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬২ জন। এর মধ্যে সিলেটে ১৬ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৫২ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৬৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। তার মধ্যে সিলেট জেলার ৭২, সুনামগঞ্জের ৮, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ২৮ জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৮৪৮ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮১৭ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬০৭ জন।
সিলেট বিভাগে সব মিলিয়ে করোনায় ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো। একই সময়ে সুস্থ ৮২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ২৭৩ জন।