ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দুপল্লি তে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার চার্জশিটভুক্ত দুই আসামি দেওয়ান আতিকুর রহমান আখি ও আবুল হাসেমকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেয়া আওয়ামী লীগের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) রাতে তাদের মনোনয়ন বাতিল করা হয় বলে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগকে জানানো হয়েছে।
আরও পড়ুন: সিংগাইর পৌর নির্বাচন: ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল
দেওয়ান আতিকুর রহমান আখিকে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন ও আবুল হাসেমকে নাসিরনগর সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ার জন্য মনোনয়ন দিয়েছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে তারা দুইজন গত ২০১৬ সালের ৩০ অক্টোবর হিন্দুপল্লিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার চার্জশিটভুক্ত আসামি। তাদেরকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, তাদের দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে গতকাল রাতে কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা
নতুন করে নাসিরনগর সদর ইউনিয়নে পুতুল রানী বিশ্বাস ও হরিপুর ইউনিয়নে ওয়াসিম আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে।