ব্যবসায়ী, রাজনীতিবীদ, সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে পরিচিত ও সমালোচিত সাবেক আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে তার গুলশানের বাসায় চার ঘণ্টা অভিযান পরিচালনার পর তাকে গ্রেপ্তার করে র্যাব। আওয়ামী লীগের নারী বিষয়ক উপ-কমিটি থেকে তার নাম বাদ দেয়ার ঠিক চারদিন পর এই আটকের ঘটনা ঘটলো।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মইনুদ্দীন আর নেই
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্ত্বে পরিচালাতি এই অভিযান রাত ৮টায় শুরু হয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটকের মাধ্যমে রাত ১২ টা ১৫ মিনিটে শেষ হয়।
র্যাবের এই ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযানের সময় তার (হেলেনা) বাসা থেকে বিদেশী মদ, কয়েকটি অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো খেলার সরঞ্জাম এবং বেশ কয়েকটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। হেলেনা জাহাঙ্গীরকে আমরা আটক করেছি এবং তাকে র্যাবের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।’
আরও পড়ুন: আওয়ামী লীগ থেকে কাদের মির্জার পদত্যাগ
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) একজন পরিচালক এবং আইপি টিভি জয়যাত্রার চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আ’লীগের উপ-কমিটি থেকে বাদ দেয়া হয় বলা জানা গেছে।