মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০৩ রানের বিশাল ব্যধানে হারিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিক বাংলাদেশ।
টাইগারদের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে।
এর ফলে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টাইগাররা।
এর আগে রবিবার প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীমের অসাধারণ এক সেঞ্চুরিতে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা।
এই ফরম্যাটে এটি মুশফিকের অষ্টম সেঞ্চুরি। তামিম ইকবাল (১৩) ও সাকিব আল হাসান (৯) এর পরে ওয়ানডেতে টাইগারদের হয়ে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।
আরও পড়ুন: মুশফিকের সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ২৪৬
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দেশের দুই সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
এরপর ৩৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১০ রান করে আউট মোসাদ্দেক হোসেন সৈকত।
দলীয় ৭৪ রানে চার ব্যাটসম্যান আউট হওয়ার পর হাল ধরেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
পঞ্চম উইকেটে তারা ৮৭ রান যোগ করেন। কিন্তু মাহমুদউল্লাহ ফিরে গেলে আফিফ হোসেন (১০) ও মেহেদী হাসান মিরাজরাও (০) সুবিধা করতে পারেন নি।
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে করোনার থাবা
প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতল টাইগাররা
শেষ পর্যন্ত মুশফিকের ১২৫ (১২৬) রানের ইনিংসে ভর করে ৪৮.১ ওভারে সব উইকেটে হারিয়ে ২৪৬ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচটি ২৮ মে একই মাঠে হবার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
এদিকে, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।