ঠাকুরগাঁওয়ে ত্রাণ চাওয়ায় ইসলামউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে ইউপি সদস্য বেদম পিঠিয়েছেন।
বুধবার রাত ৯ টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়নে ইউপি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, রুহিয়া ৬ নম্বার ওয়ার্ডের বাসিন্দা ইসলামউদ্দিন ইউপি ভবনের সামনে এক দোকানে লোকজনের সামনে বলছিলেন, 'আমি একজন গরীব মানুষ অথচ সরকারি কোন সাহায্য পাইনা। একটা বয়স্ক ভাতার কার্ডও পেলাম না। সরকার তো অনেক কিছুই দিচ্ছে। আর মেম্বারের কাছে গিয়ে ত্রাণ চাইলে তিনি বলেন কিছুই আসেনি।'
এ কথা শুনে গ্রাম পুলিশ বলাই চন্দ্র মুঠোফোনে ইউপি সদস্য বিশ্বনাথকে এসব কথা জানান। ইউপি সদস্য বিশ্বনাথ একথা শুনে ঘটনাস্থলে এসে বৃদ্ধ ইসলামউদ্দিনকে বেধরক মারধর করেন। এক পর্যায়ে বৃদ্ধ ইসলামউদ্দিন মাটিতে পড়ে গেলে তার ছেলে মোস্তফা এগিয়ে আসলে চৌকিদার ও মেম্বারের লোকজন তাকেও মারধর করে।
এ ব্যাপারে ইউপি সদস্য বিশ্বনাথ বলেন, 'গ্রাম পুলিশ আমাকে ফোনে জানায় ইসলামউদ্দিন আমাকে ও চেয়ারম্যানকে গালিগালাজ করছে। আমি চেয়ারম্যানকে বিষয়টা জানালে তিনি আমাকে ওই বৃদ্ধকে ২/৪টা চড় থাপ্পড় দিতে বলেন।'
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
অন্যদিকে ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন জানান, 'বৃদ্ধকে মারপিটের ব্যাপারে আমি কিছুই জানিনা।'
রুহিয়া থানার ওসি চিত্য রঞ্জন রায় বলেন, 'ইউপি সদস্য এক বৃদ্ধকে মারধর করেছেন এটা শুনেছি। স্থানীয়ভাবে বসে মিমাংসার কথা রয়েছে।'