এশিয়া
ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বুধবার সকাল থেকে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এই প্রাকৃতিক বিপর্যয়ে আরও ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মেদান শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর সুমাত্রার আঞ্চলিক ট্রাফিক পুলিশের পরিচালক মুজি এদিয়ান্তো বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেন, ওই সড়কের পাশে ভূমিধসের স্থানগুলোর মাঝে এখনও কিছু যানবাহন আটকা পড়ে আছে। তাদের সরিয়ে নিতে অন্তত দুই দিন সময় লাগবে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার শীর্ষ ১০ দর্শনীয় স্থান: শীতের ছুটিতে সাধ্যের মধ্যে ভ্রমণ
চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর সুমাত্রা প্রদেশের পার্বত্য এলাকার চারটি স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২০ জনের মৃত্যু হয়।
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ায় প্রতি বছরই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ১৭ হাজার দ্বীপপুঞ্জের দেশটির লাখ লাখ নাগরিক পার্বত্য অঞ্চলে এবং প্লাবনভূমির কাছাকাছি বাস করে।
৩৯৬ দিন আগে
পাকিস্তানে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।
গত বৃহস্পতিবার পারাচিনার এলাকায় শিয়া মুসলিমদের বহনকারী যাত্রীবাহী গাড়িতে অতর্কিত হামলা চালানো হলে সহিংসতা ছড়িয়ে পড়ে।
এই হামলার ফলে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়ে। ওই হামলার জবাবে পরবর্তী সময়ে একাধিক পাল্টা হামলা চালানো হয়। এসব ঘটনায় সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮ জনে, বৃহস্পতিবার তা ১০০ ছাড়িয়েছে।
গাড়িগুলোতে হামলার পর প্রাদেশিক সরকারের একটি প্রতিনিধি দল জেলা পরিদর্শন করে এবং উভয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা প্রশমন করে পরিস্থিতি শান্তও করেছিল। কিন্তু সালিশি আলোচনার সময়ও বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়াগায় সংঘর্ষ অব্যাহত ছিল, যা পরবর্তীতে ফের বড় আকার ধারণ করে।
আরও পড়ুন: পাকিস্তানে শিয়াদের গাড়িতে হামলায় নিহত বেড়ে ৪২
জেলার ডেপুটি কমিশনার জাভেদুল্লাহ মেহসুদ গণমাধ্যমকে বলেন, সরকারি প্রতিনিধি দল সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার পর আশপাশের জেলাগুলোর উপজাতি প্রবীণরা বৃহস্পতিবার ‘জিরগা’ বা উপজাতীয় আদালত বসাতে কুররাম যাওয়ার কথা রয়েছে।
প্রবীণরা শত্রুতা নিরসনে নতুন করে উভয় পক্ষকে বোঝানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
৩৯৬ দিন আগে
মিয়ানমারের সামরিক প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান আইসিসির প্রসিকিউটরের
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারের সামরিক শাসনের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি।
বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান এই আহ্বান জানান।
মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে ২০২১ সালে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণকারী জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
গণধর্ষণ, হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগসহ জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
বাংলাদেশের শরণার্থী শিবির থেকে আদালতের শীর্ষ প্রসিকিউটর করিম খান এক বিবৃতিতে বলেন, তিনি শিগগিরই মিয়ানমারের নেতাদের বিরুদ্ধে আরও গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করবেন।
বিট্রিশ এই ব্যরিস্টার বলেন, 'এর মধ্য দিয়ে আমরা আমাদের সব অংশীদারদের সঙ্গে মিলে দেখাবো যে রোহিঙ্গাদের ভুলে যাওয়া হয়নি। বিশ্বের অন্য সব মানুষের মতো তাদেরও আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে।’
বিদ্রোহীদের হামলার জবাবে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনী বিদ্রোহীদের দমনে অভিযান শুরু করে।
মিয়ানমার প্রতিরক্ষা বিভাগের প্রধান মিন অং হ্লাইং তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সশস্ত্র বাহিনী এবং জাতীয় পুলিশকে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ‘রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি নেই’
খান বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছেন। প্রধানত মুসলিম রোহিঙ্গাদের মধ্যে প্রায় ১০ লাখ মিয়ানমার থেকে আসা। যারা শরণার্থী হিসেবে বাংলাদেশে বসবাস করছেন। তাদের মধ্যে ২০১৭ সালেই পালিয়ে এসেছেন প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গারা ব্যাপক বৈষম্যের শিকার। তাদের অধিকাংশকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাঙালির ট্যাগ দিয়ে তাদেরকে দেশের ১৩৫তম বৈধ জাতিগত সংখ্যালঘু হিসেবে হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে। দেশটির দাবি- তাদের (রোহিঙ্গা) জন্মভূমি বাংলাদেশে এবং তারা অবৈধভাবে মিয়ানমারে বসতি স্থাপন করেছে।
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। ইউক্রেন ও গাজার সংঘাতের বিষয়টি সামনে আসায় রোহিঙ্গাদের ভয়াবহ পরিস্থিতির দিকে মনোযোগ কমে গেছে।
যখন সাত বছর আগে সহিংসতার শিকার রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর নতুন করে নৃশংসতার ঘটনা ঘটছে। ঠিক তখনিই আইসিসির প্রসিকিউটরের পক্ষ থেকে মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত এলো।
হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র আন্তর্জাতিক বিচার উপদেষ্টা মারিয়া এলেনা ভিগনোলি বলেন, 'নির্যাতন ও দায়মুক্তির চক্র ভাঙার ক্ষেত্রে আইসিসির সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আরও পড়ুন: আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার চাইবে অন্তর্বর্তীকালীন সরকার: প্রধান উপদেষ্টা
৩৯৬ দিন আগে
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচ যাত্রী নিহত ও ৯ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির উত্তরাঞ্চলীয় সংস্কৃতি ও তথ্য পরিচালক শামসুদ্দিন মোহাম্মদি।
প্রথম দুর্ঘটনাটি ঘটে জাওজান ও পার্শ্ববর্তী ফারিয়াব প্রদেশের সংযোগকারী মহাসড়কে। একটি গাড়ি রাস্তার ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও সাতজন আহত হয়।
এর কয়েক মিনিট পর প্রদেশের পশতুন কোট জেলায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে আরও একটি গাড়ি উল্টে যায়। এতে এক নারী ও এক শিশু নিহত হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেপরোয়াভাবে গাড়ি চালানোই দুর্ঘটনা দুটির কারণ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, যানজটপূর্ণ সড়কে চালকদের অসাবধানতার কারণে প্রায়ই যাত্রীদের প্রাণহানি ঘটে।
৪০১ দিন আগে
পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় যাত্রীবাহী গাড়িতে এক ভয়াবহ বন্দুক হামলায় শিয়া সম্প্রদায়ের ৪২ জন নিহত হওয়ার পরের দিনই এ সহিংসতার ঘটনা ঘটল। শুক্রবার রাতভর চলে এ সংঘর্ষ।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের ২৪ কোটি জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলমান। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহিসংসতা দেশটিতে নতুন নয়।
দেশজুড়ে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করলেও কুররামসহ কিছু কিছু জায়গায় দুই সম্প্রদায়ের মধ্যে এখনও উত্তেজনা রয়ে গেছে।
শনিবার ওই অঞ্চলের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি বাগান ও বাচা কোট এলাকার দোকানপাট, বাড়ি ও সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কুররামের আলিজাই ও বাগান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।
আরও পড়ুন: পাকিস্তানে শিয়াদের গাড়িতে হামলায় নিহত বেড়ে ৪২
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় কুররামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। উভয় পক্ষই ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে একে অপরের ওপর হামলা অব্যহত রেখেছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, রাতে আগুনের লেলিহান শিখা একটি বাজারকে গ্রাস করেছে। এ সময় গুলির শব্দও শোনা যায়।
বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, হামলাকারীরা একটি গাড়ি থেকে বেরিয়ে এসে বাস ও গাড়িতে গুলি ছুড়তে থাকে। বৃহস্পতিবারের হামলার স্থানটিও লক্ষ্য করে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি এবং পুলিশও হত্যার উদ্দেশ্য শনাক্ত করতে পারেনি।
জুলাই মাসে জমি নিয়ে বিরোধ শুরু হওয়ার পর থেকে বিষয়টি বর্তমানে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে। সহিংসতায় এ পর্যন্ত বেশকিছু লোকের প্রাণ গেছে।
৪০১ দিন আগে
পাকিস্তানে শিয়াদের গাড়িতে হামলায় নিহত বেড়ে ৪২
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী গাড়িতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রদেশটির আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আফতাব আলম আফ্রিদি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অজ্ঞাত বন্দুকধারীরা প্রদেশটির কুররাম উপজাতীয় জেলার পাহাড়ি এলাকা থেকে গাড়িগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে।
প্রাথমিক প্রতিবেদনে ওই এলাকায় শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে চলমান সাম্প্রদায়িক উত্তেজনার সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হলেও মন্ত্রী বলেছেন, প্রাপ্ত তথ্যপ্রমাণ ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার দিকে ইঙ্গিত করছে।
আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮
সূত্র জানিয়েছে, শিয়া মুসলিম যাত্রীদের বহনকারী গাড়িবহরটি পারাচিনার যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হয়। নিহতদের শিয়া উপাসনালয়ে স্থানান্তর করা হয়েছে এবং দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এছাড়া হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কুররাম জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস রয়েছে। প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্ডি জানান, চলতি বছরের সেপ্টেম্বরে পৃথক ঘটনায় উভয় সম্প্রদায়ের অন্তত ৬০ জন নিহত হন।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার নিন্দা জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
৪০১ দিন আগে
আরও ৯ দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন
কোভিড-পরবর্তী মন্থর অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে চীন। এর অংশ হিসেবে পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ বাড়াতে আরও ৯টি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
আগামী ৩০ নভেম্বর থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।
নতুন করে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশগুলো হলো- বুলগেরিয়া, রোমানিয়া, মাল্টা, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া ও জাপান। ভিসা ছাড়াই ৩০ দিনের জন্য চীনে প্রবেশ ও অবস্থান করতে পারবেন এসব দেশের নাগরিকরা।
এ নিয়ে গত বছর থেকে চীনে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশের সংখ্যা দাঁড়াচ্ছে ৩৮টিতে।
এর আগে, ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশের নাগকিররা ১৫ দিনের জন্য চীনে অবস্থান করার সুযোগ পেতেন। তবে নতুন ঘোষণায় তা বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে বলে জানান লিন জিয়ান।
বিভিন্ন কারণে নানা দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে অনেক দেশের নাগরিকই চীন ভ্রমণ করতে চান না। এই পরিস্থিতি থেকে উত্তোরণে সম্প্রতি শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সাধারণ নাগরিকদের দেশে টানাসহ একাধিক কার্যক্রম চালাচ্ছে চীন।
কোভিড-১৯ মহামারির আগে মাত্র তিনটি দেশের চীনে ভিসামুক্ত প্রবেশাধিকার ছিল। মহামারি শুরু হলে তাদের প্রবেশাধিকারও বন্ধ করে দেশটি।
অন্যান্য দেশের অনেক পরে লকডাউন তুলে নিয়ে ২০২৩ সালের জুলাইয়ে ব্রুনাই ও সিঙ্গাপুরের নাগরিকদের জন্য ফের ভিসামুক্ত প্রবেশাধিকার দেয় চীন। পরে ১ ডিসেম্বর ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়াকে এই সুবিধা দেয় তারা। এরপর থেকে ধাপে ধাপে আরও দেশের জন্য নিজেদের সীমান্তের দ্বার উন্মাচন করে চলেছে দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ৮২ লাখ বিদেশি নাগরিক চীনে প্রবেশ করেছেন, যার মধ্যে ৪৯ লাখই ভিসামুক্ত প্রবেশের সুযোগ গ্রহণ করেছেন।
৪০১ দিন আগে
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শিয়া মুসল্লিদের বহনকারী একটি গাড়িতে বন্দুকধারীদের গুলিতে ছয় নারীসহ অন্তত ৩৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
প্রাণঘাতী সংঘর্ষের পর কয়েক সপ্তাহ ধরে বন্ধ থাকা অঞ্চলটির একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক পুনরায় খুলে দেওয়ার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল।
প্রদেশের কুররাম জেলায় সম্প্রতি সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম ও সংখ্যালঘু শিয়াদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে অনেক প্রাণহানি হয়েছে।
সর্বশেষ এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আজমত আলী জানান, একটি গাড়িবহরে করে পারাচিনার শহর থেকে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে যাওয়ার পথে বন্দুকধারীরা গুলি চালায়। এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১০ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত
ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এই হামলার নিন্দা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মীর হুসেইন (৩৫) নামের এক প্রত্যক্ষদর্শী জানান, চারজন বন্দুকধারী একটি গাড়ি থেকে বের হয়ে এসে যাত্রীবাহী বাস ও গাড়ি লক্ষ্য করে গুলি চালান।
তিনি বলেন, ‘প্রায় ৪০ মিনিট ধরে গোলাগুলি চলে। হামলাকারীরা চলে যাওয়ার আগ পর্যন্ত আমি লুকিয়ে ছিলাম।’
এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় শিয়া নেতা বাকির হায়দারি বলেন, কুররামে সম্প্রতি শিয়াদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে জঙ্গিরা। অথচ, স্থানীয় কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা সরবরাহ করছে না।
হামলার প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পারাচিনারের দোকান মালিকরা।
৪০২ দিন আগে
ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
ভারতের উত্তর প্রদেশে ঘন কুয়াশার মধ্যে ওভারটেক করতে গিয়ে একটি ডবল ডেকার বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহতে অবস্থায় আরও অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর প্রদেশের আলিগড় জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। বাসটি দিল্লি থেকে আজমগড় যাওয়ার পথে তাপ্পাল থানা এলাকায় পৌঁছালে রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে দুর্ঘটনায় পড়ে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করছিল। ঘন কুয়াশার কারণে অপরদিক থেকে যে ডবল ডেকার বাসটি আসছে তা লক্ষ করতে পারেননি ট্রাকের চালক। ফলে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে নিকটবর্তী কৈলাস হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ভারতে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু
ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতের ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন তিনি।
৪০২ দিন আগে
পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এ ঘটনা ঘটে।
বুধবার বিষয়টি নিশ্চিত করে সেনা কর্মকর্তারা জানান, গাড়িতে বিস্ফোরক নিয়ে ওই সেনা চৌকির সামনে এসে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী এই হামলা বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে ৬ পাকিস্তানি তালেবানের সদস্য (খোয়ারিজ) নিহত হয়।
আরও পড়ুন: পাকিস্তানে রেল স্টেশনে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৫
বিবৃতি থেকে আরও জানা গেছে, গাড়ি নিয়ে হামলাকারী সেনা চৌকিতে প্রবেশের চেষ্টা করলেও তাকে চেকপোস্টে থামিয়ে দেওয়া হয়। এরপর পোস্টেই বিস্ফারণ ঘটায় সে। বিস্ফোরণে চৌকির একটি দেয়ালের একাংশ ধসে পড়ে এবং সংলগ্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাফিজ গুল বাহাদুর গ্রুপ নামের পাকিস্তানি তালেবানের একটি বিচ্ছিন্ন গোষ্ঠী এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।
৪০৪ দিন আগে