ইউএনবির জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী রবিবার সকালে ও শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগরে চলন্ত বাস উল্টে পানিতে ডুবে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আরও পড়ুন: ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক শাহীন হোসেন জানান, বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসছিল। এসময় বিপরীতমুখী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসটি উল্টে সড়কের পাশে পানিতে পড়ে যায়। এতে দুজন নিহত হন। রামপদ মন্ডল নামে একজনের পরিচয় জানা গেলেও অন্যজনের পরিচয় জানা যায়নি। তাদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩
কুমিল্লা
শনিবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার ময়নামতির তুত বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহত নুর সাদি উপজেলার মোকাম গ্রামের খোরশেদ আলমের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলে তারা তিনজন ক্যান্টনমেন্টের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন। তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
সিলেট
শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর খাসদবিরে বেপরোয়া ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছে। নিহত আতাউর রহমান কুটি (৩০) নগরের খাসদবির এলাকার বাসিন্দা। তিনি ছাত্রদলের সাবেক নেতা বলে জানা গেছে।
আরও পড়ুন: মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
এয়ারপোর্ট থানার এসআই আবুল জানান, এ ঘটনার পর আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের শান্ত করার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
এসআই জানান, দুর্ঘটনার পর পরই লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।