শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হন। এছাড়া বগুড়ার দুপচাঁচিয়াতে ট্রাকচাপায় সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ধুনটের আনারপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে অটোরিকশার চালক শাহ জামাল (৩৪), শাজাহানপুরের ডেমাজানী গ্রামের মৃত খিতিশ চন্দ্র দাশের ছেলে কালিদাস (৭২), শেরপুরের গোসাইপাড়ার গিরেন্দ্র নাথ মহন্তর ছেলে সুদয় কুমার মহন্ত (৪০) ও শেরপুর টাউন কলোনীর মৃত নাদু মন্ডলের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মো. হারেছ (৪০)। এছাড়া দুপচাঁচিয়ার মোড় গ্রামের আব্দুল কাদেরের ছেলে চালক রাসেল (৩৫) ও বেলাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩৫)।
আরও পড়ুন: সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
হাইওয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজন ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বগুড়ার দুপচাঁচিয়াতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজি বাইকের চালকসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় বগুড়া-নওগা সড়কের টিশিগারি নামক স্থানে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪: আরএসএফ
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হাসান আলী জানান, দুপুর আড়াইটার সময় নওগাঁ বগুড়া সড়কে ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে আসা ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ দু’জন নিহত হন। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে এবং লাশ দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।