নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পেরেছে ভারত। সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ৬০ রানের জুটিতে আট উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে রোহিত শর্মার দল।
১৮১ রান সংগ্রহে সর্বোচ্চ ৫১ রান করেছেন সূর্যকুমার। মাত্র ২৮ বলে তিনটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ২৪ বলে ৩২ রান করেন হার্দিক।
আফগানদের হয়ে অধিনায়ক রশিদ খান ও ফজলহক ফারুকি যথাক্রমে ২৬ ও ৩৩ রান দিয়ে তিনটি করে উইকেট নিয়েছেন।
ব্যাট করতে নেমে ভারতের সাবধানী শুরুর পরও তৃতীয় ওভারে প্রথম উইকেট তুলে নেয় আফগানিস্তান। ফারুকির ফুলার লেংথ ডেলিভারিটি মিড-অনের ওপর দিয়ে উড়িয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন রোহিত। কিন্তু বলটি সোজা উপরে উঠে গেলে রশিদ খানের হাতে ধরা পড়েন তিনি। ফলে ১১ রানেই প্রথম উইকেট হারায় ভারত।
এরপর ঋভষ পান্ত এসেই হাত খুলে খেলা শুরু করেন। তবে ৫.৪তম ওভারে ব্যক্তিগত ১৫ রানের মাথায় জীবন পান তিনি। মোহাম্মদ নবীর ডেলিভারিটি ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের দিকে ঘুরিয়ে দিতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন তিনি। তবে সীমান্তে সজহ কাচটি ধরতে ব্যর্থ হন নবীন-উল-হক, উল্টো প্রতিপক্ষকে একটি চার উপহার দেন তিনি।
এর ফলে পাওয়ার প্লে শেষে এক উইকেট হারিয়ে ৪৭ রান তোলে ভারত। এসময় ঋষভ হাত চালিয়ে খেললেও অপর প্রান্তে ধরে খেলছিলেন বিরাট কোহলি।
আরও পড়ুন: সেমির মিশনে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
তবে পাওয়ার প্লের পরের ওভারেই ফিরতে হয় ঋভকে। সপ্তম ওভারের শেষ বলে রশিদ খানের লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েছিলেন, তবে বাঁচতে পারেননি। ফলে ১১ বলে চারটি চারে ২০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
নবম ওভারে রশিদের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট সাজঘরে ফেরেন কোহলিও। রশিদের ফুল লেংথ ডেলিভারিটি ওয়াইড লং-অফ অঞ্চল দিয়ে উড়িয়ে মারতে গিয়েছিলেন তিনি। তবে বলটি বেশি উচ্চতা পায়নি, ফলে সোজা নবীর হাতে গিয়ে পড়ে। ফেরার আগে একটি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৪ রান করেন কোহলি।
এরপর সূর্যকুমারের সঙ্গে দলকে পথ দেখাতে থাকেন শিবম দুবে। তবে অদূরেই তাকে থামান রশিদ।
তারপর দলকে বড় সংগ্রহের দিকে চালিত করেন সূর্যকুমার ও হার্দিক। ১৭তম ওভারের শেষ বলে সূর্যকুমার ফিরে গেলে ভাঙে তাদের ৬০ রানের জুটি। ৬ বল পর ফিরে যান হার্দিকও।
শেষের দিকে রবীন্দ্র জাদেজা (৭), অক্ষর প্যাটেল (১২) ও আর্শদীপ সিং স্কোরবোর্ডে কিছু রান যোগ করলে ১৮১ রান সংগ্রহ করে মাঠ ছাড়ে ভারত।
আরও পড়ুন: এখান থেকে যা পাব, তাই আমাদের জন্য বোনাস: হাথুরুসিংহে