বাগেরহাটের মোল্লাহাটের কোদালিয়া বিলে অভিযান চালিয়ে ৪০টি পাখি, ফাঁদ, সাউন্ডবক্স ও ব্যাটারি উদ্ধার কার হয়েছে। এই সময় দুই শিকারি ও ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে প্রশাসন।
আটক ব্যক্তিরা হলেন- জেলার মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি গ্রামের বিষ্ণু নাথ বারইয়ের ছেলে বিজন বারই (৩৮) ও একই গ্রামের বলাই রায়ের ছেলে শরৎ রায় (৩৬)।
জেলা প্রশাসকের নির্দেশে সোমবার ভোরে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে ৪০টি টিয়া পাখি উদ্ধার
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একজন পাখি শিকারি এবং একজন পাখি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৪০টি পাখি, বেশ কিছু ফাঁদ ও সাউন্ডবক্সসহ পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড এবং শিকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিকারিদের কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখিগুলোকে পরে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্ত্বরে অবমুক্ত করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ইউএনবিসহ বিভিন্ন গণমাধ্যমে পাখি শিকারের খবর প্রচারের পর শিকারিদের ধরতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে ৭টি পরিযায়ী পাখি উদ্ধার, বিক্রেতার কারাদণ্ড
গত অক্টোবর মাসে বাগেরহাটের কোদালিয়া-কালশিরা বিলে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে এই শিরোনামে বার্তা সংস্থা ইউএনবি ভিডিওসহ সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। ওই সংবাদ প্রচারের পর প্রশাসনের পক্ষ থেকে শিকারিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।