পঞ্চগড়ে দিনেও তাপমাত্রা কমতে শুরু করেছে। বিকাল থেকে সকাল পর্যন্ত বইছে উত্তরের হিমেল হাওয়া। শৈত্যপ্রবাহের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে অসহায় ছিন্নমূল, দিনমজুর, খেটে খাওয়া গ্রামীণ জনপদের দরিদ্র সাধারণ মানুষরা পড়েছে বিপাকে।
সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জানা গেছে, ভোরে ঘন কুয়াশায় চারদিক ঢেকে যাচ্ছে। হিমেল বাতাসের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তবে অনেকেই জীবিকার তাগিদে শীতের মধ্যেও কাজে যাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বেড়ে গেলেও বেলা গড়াতে না গড়াতেই আবারও হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমে যাচ্ছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস
পঞ্চগড় শহরের তেলিপাড়া এলাকার বাসিন্দা জবেদ আলী বলেন, ‘গত দুদিন ধরে ঠান্ডা বেড়েছে। বাতাসও বেশি। এই শীতে আমার মত বৃদ্ধ ও শিশুদের প্রয়োজন জ্যাকেট সোয়েটার। সরকার এগুলো দিল ভালো হতো। অন্তত শীতের হাত থেকে বাঁচতে পারতাম।’