আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় অকারণে ঘর থেকে বের হলে গ্রেপ্তার করে মামলা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজনে রাজধানী থেকে প্রতিদিন ৫ হাজার বা তারও বেশি মানুষকে গ্রেপ্তারের প্রস্তুতি নিয়েছে পুলিশ। তারপর আমরা তাদের কারাগারে প্রেরণ করব এবং আদালতে হাজির করব।’
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: কঠোর লকডাউনে ২১ দফা নির্দেশনা, থাকছে সেনাবাহিনী
এক প্রশ্নের জবাবে শফিকুল বলেন, ‘কোনো মোটরচালিত যানবাহন চলাচল করতে দেয়া হবে না, তবে নিত্যপ্রয়োজনীয় কিংবা ওষুধ কেনা এবং রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো জরুরি কাজে রিকশা ব্যবহার করতে পারবে। স্বজনদের বাড়িতে বেড়াতে বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য রিকশা ব্যবহার করতে দেয়া হবে না।’
সাংবাদিকদের বাইরে যাওয়া নিয়ে ডিএমপি প্রধান বলেন, সাংবাদিকরা তাদের আইডি নিয়ে কর্মস্থলে যেতে পারবেন।
আরও পড়ুন: করোনা মহামারি থেকে শিশুকে নিরাপদ রাখবেন কীভাবে?
আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, প্রধান সড়কগুলোর পাশাপাশি নগরীর গলিতেও পুলিশি টহল বাড়ানো হবে।
শফিকুল বলেন, ‘ঢাকা শহরের প্রবেশদ্বার ও প্রস্থানস্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হবে এবং নজরদারি আরও জোরদার করা হবে।’
আরও পড়ুন: করোনা মহামারি থেকে বাড়ির বয়োজ্যেষ্ঠদের নিরাপদ রাখবেন কিভাবে?
ডিএমপি প্রধান বলেন, কিছু ক্ষেত্রে ট্রাফিক আইনের অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং ২৬৯ ধারায় মামলা করা হবে।