উত্তর আন্দামান সাগর ও বঙ্গপোসাগরের পূর্ব-মধ্য দিক দিয়ে বয়ে যাওয়া একটি নিম্নচাপ যেকোনও সময় ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এমনটা ই জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের মতে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা উত্তর-পশ্চিম দিকে সড়ে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-খুলনা অঞ্চলের ওপর আগামী বুধবার আঘাত হানতে পারে।
আরও পড়ুন: আম্পানের এক বছরেও ক্ষত কাটিয়ে উঠতে পারেনি কয়রাবাসী
জেলে ও মাছ ধরা ট্রলার সংশ্লিষ্ট সকলকে এই সময়ে গভীর সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে যারা গভীর সাগরে অবস্থান করছে, তাদেরকে আগামীকাল রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ছাগলের সাথে বসবাস আম্পানে বিধ্বস্ত খাদিজার
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বিভাগে ঝড় হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েকটি জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা আছে।
সারাদেশ দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।