কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে আরও এক কোটি ৪০ লাখ ডোজ ফাইজার বায়োএনটেকের করোনা টিকা দিবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্যারিস থেকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে কোভিড-১৯ নিয়ে একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়েছে। এসময় আমরা এই সুসংবাদ জানতে পারি।
উচ্চ পর্যায়ের এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আরও ২৫ জন প্রতিমন্ত্রী অংশ নেন।
আব্দুল মোমেন বলেন, এ বৈঠকে আমরা যুক্তরাষ্ট্রের কাছে সাশ্রয়ী মূল্যে করোনার টিকা এবং বাংলাদেশের মতো দেশগুলোর ওষুধ কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে করোনা টিকা উৎপাদনে প্রয়োজনীয় সহায়তা দাবি করেছিলাম।
আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশে ইতোমধ্যে সাত কোটি ৮০ লাখ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে চার কোটি ছয় লাখ ডোজ আর দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে তিন কোটি ২০ লাখ ডোজ। তবে, দেশের ১৬ কোটি ৫০ লাখ জনসংখ্যার কমপক্ষে ৮০ শতাংশকে টিকার আওতায় আনতে আমাদের আরও টিকা প্রয়োজন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো খবর হলো বাংলাদেশে করোনা সংক্রমণের হার এখন মাত্র এক শতাংশে নেমে এসেছে। বুধবার দেশে মাত্র দুজন করোনায় মারা গেছেন।
আরও পড়ুন: বাংলাদেশকে ৩২ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার পোল্যান্ডের
বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স: পররাষ্ট্রমন্ত্রী