ঢাকা, ৩০ মার্চ (ইউএনবি)-সিবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো ভ্রমণকারীদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।
বেবিচক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে যা বুধবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, যুক্তরাজ্যসহ যেকোনো ইউরোপীয় দেশ থেকে আসা সকল যাত্রীকে নিজস্ব ব্যয়ে সরকারি বা সরকার অনুমোদিত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ আটক এক
কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করা হবে এবং পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে যাত্রীকে ছেড়ে দেয়া হবে।
এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্য ব্যতীত অন্যান্য দেশ ভ্রমণকারী যাত্রীদের যদি বাংলাদেশে আসার পর স্বাস্থ্য পরীক্ষায় কোনো কোভিড -১৯ লক্ষণ না পাওয়া যায় তবে তাদের কঠোরভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে।
আরও পড়ুন: বিমানের উড়জাহাজের যত্ন নিন, যাত্রীসেবার মান বাড়ান: প্রধানমন্ত্রী
তবে কোভিড -১৯ এর কোনো লক্ষণ পাওয়া গেলে তাকে তার নিজস্ব ব্যয়ে সরকারি বা সরকার অনুমোদিত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসার সময় সে দেশের বিমানবন্দর এবং বাংলাদেশের বিমানন্দরে যাত্রীদের সাথে অবশ্যই কোভিডমুক্ত সনদ দেখাতে হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে নমুনা দিয়ে পিসিআর টেস্টের মাধ্যমে এই কোভিডমুক্ত সনদ পেতে হবে। টিকা দেয়া থাকলেও এ নিয়ম প্রযোজ্য হবে।