বন্যা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সকল ক্লাস ও পরীক্ষা পবিত্র ঈদুল আজহার ছুটির পর সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সন্ধ্যায় এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: আকস্মিক বিপর্যয় সামলে উঠেছে শাবিপ্রবি
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে চলমান ক্লাস-পরীক্ষা পবিত্র ঈদুল-আজহার ছুটির পর সশরীরে নেয়া হবে। তবে বিভাগগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সাপেক্ষে সুবিধামতো অনলাইন ক্লাস নেয়া যাবে।
আরও পড়ুন: কমতে শুরু করেছে শাবিপ্রবিতে বন্যার পানি
প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি বিবেচনায় গত ১৭ জুন এক জরুরি সিন্ডিকেট সভায় শাবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।