নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি শুক্রবার বলেছে, দেশের বেশিরভাগ কল-কারখানাগুলোতে কাজের নিরাপদ পরিবেশের অভাব রয়েছে।
এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে তদন্তের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের পেছনের আসল কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে জুস কারখানায় ভয়াবহ আগুন, ৫২ লাশ উদ্ধার
তিনি এই ধরনের ঘটনা এড়াতে সরকারের প্রতি নিরাপদ কর্মক্ষেত্র ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
বিএনপি নেতা বলেছেন, ‘রূপগঞ্জের হাশেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে সান্ত্বনা জানানোর আমার কোন ভাষা নেই। আমি তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
আরও পড়ুনঃ নারায়নগঞ্জে অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তি দাবি বিরোধীদলীয় নেতার
ফখরুল বলেন, অনিরাপদ কাজের পরিবেশ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং তদারকির বিষয়ে সরকারের দ্বৈত নীতিমালার কারণে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছে। লকডাউন চলাকালে যদি কল-কারখানাগুলো বন্ধ করে দেওয়া হত, তবে এতো নিরীহ মানুষ প্রাণ হারাত না।
আরও পড়ুন; নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে রাষ্ট্রপতির গভীর শোক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে লাগা এই আগুনে এ পর্যন্ত ৫২ লাশ উদ্ধার করা হয়েছে।