নারায়ণগঞ্জে কাঁচপুর সেতু এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-অটোরিকশাচালক আবু হানিফ (২৫), যাত্রী নূর উদ্দিন (৪৫), মামুন (৩০), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৬)।
আরও পড়ুন: কাঁচপুরে অটোরিকশা মাইক্রোবাস সংঘর্ষে নিহত
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, ঢামেক হাসপাতালে নিয়ে আসা পাঁচজনের মধ্যে চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, আরও চারজন নারায়ণগঞ্জ জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার