বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান দুই সফরসঙ্গীসহ সরকারি সফরে শনিবার কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান শেখ আবদুল হান্নান কাতার বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল-নাবিত, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কাতার এমিরি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল (পাইলট) জসিম বিন মুহাম্মদ আল-মান্নাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: এয়ার মার্শালের র্যাংক ব্যাজে সজ্জিত বিমান বাহিনী প্রধান
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা পারস্পরিক স্বার্থের দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করবেন।
এ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান দোহায় আল জাইম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আত্তিয়া এয়ার একাডেমি পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ বিমান বাহিনী ও কাতার এমিরি বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: যুক্তরাজ্যের উদ্দেশে বিমান বাহিনী প্রধানের ঢাকা ত্যাগ