বগুড়ার কাহালুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সেকেন্দার আলী (৫৫) মারা গেছেন। শনিবার সকাল সোয়া ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় তাঁতীলীগ নেতা রাকিবের বাড়িসহ পাঁচটি বাড়ি ও একটি দোকান এবং একটি মোটরসাইকেলে আগুন দেয় উত্তেজিত জনতা।
নিহত সেকেন্দার আলী কাহালু সদর ইউনিয়নের জয়তুল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। তিনি একই গ্রামের উন্নয়ন কমিটির সভাপতি ও মৎস্য ব্যবসায়ী।
আগুনের সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গেলে গ্রামবাসী তাদেরকে গ্রামে ঢুকতে বাধা দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেকেন্দার ও রাকিবের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বুধবার সন্ধ্যায় জয়তুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থানকালে সেকেন্দারকে ১০-১২ জন দুর্বৃত্ত এসে কুপিয়ে আহত করে। তারা তাঁতীলীগ নেতা রাকিবের নেতৃত্বে এই হামলা চালায় বলে এলাকাবাসীর অভিযোগ। দুর্বৃত্তরা সেকেন্দারকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে গেলে, তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুন: নাটোরের লালপুরে যুবককে কুপিয়ে হত্যা