কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে কলেজছাত্রসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমসাদরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম (৩৫) ও উচ্চ মাধ্যমিকের ছাত্র শাকিল আহমেদ (১৮) মিরপুর উপজেলার নওদাপাড়া ও মহদীপুর গ্রামের বাসিন্দা।
আহত নাঈম হোসেন দৌলতপুর উপজেলার গাছের দাউড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে আলমাসাদরুপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় স্থানীয় কয়েকজন যুবকের ওপর বজ্রপাত হয়। এতে তিনজন গুরুতর আহত হয়।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুবাইয়া ফারজানা জানান, স্থানীয়রা তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌঁছালে তরিকুলকে মৃত ঘোষণা করা হয়।
শাকিল ও নাঈমকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বজ্রপাতে শাকিল আহম্মেদের মৃত্যু হয়। আর আহত নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু