কুষ্টিয়ার দৌলতপুরের লাউবাড়িয়াতে সাধুসঙ্গে বাউলদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাউল সম্রাট লালন ভক্তবৃন্দের আয়োজনে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালন অ্যাকাডেমির সামনের সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া লালন একাডেমির এডহক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান ও মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর। এছাড়া লালন ভক্তদের মধ্যে সুফি সাজেদুল ইসলাম ডালিম, ফকির ফজল সাই, ফকির সফি সাই, ফকির মইনুদ্দিন সাই প্রমুখ।
মানববন্ধন চলাকালীন পুলিশ প্রশাসন বাউলদের সার্বিক নিরাপত্তা প্রদান করেন।
আরও পড়ুন: রাণীশংকৈলে শিক্ষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন,'লালন অনুসারী ভক্তবৃন্দ সাধুরা খুবই শান্তশিষ্ট প্রকৃতির মানুষ। তারা কোন প্রকার অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়না। সাধুদের উপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয়। ’
এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠ বিচারের দাবি জানান বক্তারা।
পুলিশ ও সাধুসঙ্গ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া এলাকায় পলান ফকিরের বাড়িতে সমবেত হয়েছিলেন সাধুরা। সেখানে তাদের উপর অতর্কিত হামলা চালান দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচ নারী-পুরুষ লালন ভক্ত। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গুরুতর আহত হয়েছেন বৃদ্ধ ফজল ফকির। যার বয়স নব্বইয়ের কোটায়। পিটিয়ে জখম করা হয়েছে ফকিরানীদেরও। এসময় কয়েকটি ঘরবাড়িও ভাঙচুর করা হয় বলে জানান পুলিশ।
এ ঘটনায় গত মঙ্গলবার দৌলতপুর থানায় ১৯ জনেকে আসামি করে থানায় মামলা করেন পলান ফকির। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে কুষ্টিয়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, 'বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।'
আরও পড়ুন: পিএসসির সামনে ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মানববন্ধন
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে হামলা: বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন