আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এখন মুক্ত, কারণ তিনি নিশ্চিতভাবে সরকারি হেফাজতে নেই।’ রবিবার সংসদে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘তিনি (খালেদা) অবশ্যই মুক্ত। তিনি স্পষ্টতই আমাদের হেফাজতে বা সরকারি হেফাজতে নয়। ফলে তিনি অবশ্যই তার ইচ্ছামতো যে কোনও জায়গায় চিকিৎসা পেতে পারেন এবং তিনি তা করছেন।’
‘খালেদা জিয়া এখনও সরকারি হেফাজতে আছেন’ বলে সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার করা মন্তব্যের জবাবে সংসদে আইনমন্ত্রী এ মন্তব্য করেছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে: আইনমন্ত্রী
রুমিন বলেন, ‘নেত্রীর কিছু হলে তার পুরো দায়ভার সরকারকেই বহন করতে হবে। কারণ তিনি গত তিন বছর ধরে সরকারি হেফাজতে রয়েছেন।’
তিনি বলেন, ‘আইনমন্ত্রী এর আগে যুক্তি দিয়েছিলেন যে, ফৌজদারি কার্যবিধির একই বিধানে (ধারা ৪০১) একটি ফৌজদারি মামলা পুনর্বিবেচনার সুযোগ না থাকায় বিদেশে যাওয়ার জন্য খালেদা জিয়াকে আবার কারাগারে যেতে হবে।’