আওয়ামী লীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ও গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই ‘সহযোগী’কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন, হাজেরা খাতুন (৪০) ও সানাউল্ল্যাহ নূরী (৪০)।
আরও পড়ুনঃ হেলেনা জাহাঙ্গীর, সেফুদা ও কালো মিডিয়া
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গত ২৯ জুলাই রাজধানীর গুলশান-২ থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর তিন দিনের রিমান্ডে
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলেনা জাহাঙ্গীরের প্রতারণার কার্যক্রমের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৪ এর অভিযানে মঙ্গলবার ভোরে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম এই দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি ল্যাপটপ এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ আ’লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর আটক
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাজেরা ও সানাউল্ল্যাহ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।