চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সময় পাঁচ জন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব-৭।
লালখান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুমিল্লার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে মো. আরিফ হোসেন লোকমান (২৭), চট্টগ্রাম মহানগরের খুলশী থানার মসজিদ কলোনির মো. রিপনের ছেলে মো. হৃদয় (২০), একই থানার হাই লেভেল রোড এলাকার মো. কামালের ছেলে মো. আরিফ (১৯), তুলাপুকুরপার গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. শুকুর (২১) ও একই গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে মো. মীর হোসেন (১৯)।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
রবিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৩ অক্টোবর (শনিবার) ভুক্তভোগী এক ব্যক্তি র্যাব-৭, চট্টগ্রামে অভিযোগ করেন যে, গত ১৮ অক্টোবর (সোমাবার) চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় নির্মাণাধীন বাড়ির কাজ শুরু করলে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্য তার কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তিন দিনের মধ্যে টাকা না দিলে কাজ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়। পরবর্তীতে তিনি কাজ শুরু করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দিলেই কাজ শুরু করা যাবে বলে হুমকি দেয়।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করার লক্ষ্যে একই তারিখে দুপুর ১টার দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজির নগদ ৪৪ হাজার ৫০০ টাকাসহ অভিযুক্ত মো. আরিফ হোসেন লোকমান, মো. হৃদয়, মো. শুকুর, মো.আরিফ, মো. মীর হোসেনদের আটক করা হয়। পরবর্তীতে তাদের মধ্যে একজনের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১: র্যাব
গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র প্রশর্দন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।