গার্মেন্টস সেক্টরে চলমান শ্রমিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর, কোনাবাড়ীতে সৈন্য মোতায়েন করা হয়েছে।
ন্যূনতম মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে পোশাককর্মী নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিক্ষোভ চলাকালে সোমবার গাজীপুরের মালেকের বাড়িস্থ ডিজাইন এক্সপ্রেস লিমিটেড কোম্পানির ইলেকট্রিশিয়ান রাসেল হাওলাদার (২২) মারা গেছেন।
আন্দোলনরত পোশাক শ্রমিকরা বলছেন, ‘পুলিশের গুলিতে’ রাসেল মারা গেছেন।
এদিকে বিভিন্ন স্থানে পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
অস্থিরতার পর অধিকাংশ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, গাড়িতে আগুন