রিটার্নিং কর্মকর্তা জিএম সাহতাব উদ্দিন বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার পর্যন্ত কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ ছয় প্রার্থী এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
রবিবার বেলা ১১টায় নির্বাচনী প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন বলে জানান তিনি।
বাকি চার প্রার্থী হলেন- জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ও পিডিপির আবদুর রহিম।
এ উপনির্বাচনে প্রচলিত ব্যালট পেপারের বদলে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) ২১ মার্চ ভোটের দিন রেখে গত ৬ ফেব্রুয়ারি গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে লড়ার জন্য সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস গত ২৯ ডিসেম্বর পদত্যাগ করলে ঢাকা-১০ আসনটি খালি হয়।