দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাই পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ভাই মো. আমজাদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন, ‘দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আমজাদ হোসেন চৌধুরীকে থানায় আনা হয়েছে। উনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের ঘটনায় রিকশাচালক গ্রেপ্তার
জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, আমজাদ চৌধুরীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ২০১৬ সালে মামলা করে দুদক। এ মামলা ছাড়াও আসলাম চৌধুরী ও তার ভাই আমজাদ হোসেনের বিরুদ্ধে মানিল্ডারিং আইনের ১৫টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে। আসলাম চৌধুরী দীর্ঘদিন কারাগারে থাকলেও অন্যরা জামিনে আছেন।
গোলাম মাওলা আরও বলেন, আদালত তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করে এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে। সেই প্রেক্ষিতে আজ রাতে আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে দুদককে খবর দেয়। বর্তমানে তিনি সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে আছেন।