কোভ্যাক্সের আওতায় মার্কিন প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনার ৩০ লাখ ডোজ টিকার দ্বিতীয় চালান বাংলাদেশে এসে পৌঁছেছে।
সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তা গ্রহণ করেন।
পড়ুন: বাংলাদেশ মডার্নার আরও ৩০ লাখ টিকা পাবে: মার্কিন রাষ্ট্রদূত
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় যু্ক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধান জোয়েন ওয়াগনার ঢাকায়, স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন মিয়াসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. মোমেন টিকা সহযোগিতায় এগিয়ে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
টিকার চালান গ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি এমন এক সময় এসেছে যখন আমাদের টিকা খুব প্রয়োজন। আমাদের সহযোগিতা করার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানাই।’
ড. মোমেন বলেন, কোভিড -১৯ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবার অংশীদারিত্ব ও সহযোগিতা দরকার।
পড়ুন: দেশে এলো মডার্নার ২৫ লাখ টিকার ১ম চালান
করোনা মহামারির অত্যন্ত বিপজ্জনক সময় পার করছে বিশ্ব : ডব্লিউএইচও
এর আগে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে টিকার চালানটি রাত ৯টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ ইতোমধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্নার ২৫ লাখ টিকা পেয়েছে।
সব মিলিয়ে বাংলাদেশ উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা পেল।