জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সভায় পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘বাংলাদেশে দিনে দিনে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এটা অস্বীকার করার উপায় নেই। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী চিন্তিত। প্রধানমন্ত্রী এখন আমাদের শেষ ভরসা।’
রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আন্তর্জাতিক জন-ইতিহাস ইনস্টিটিউট আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড হিজ লিগ্যাসি’- শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বপ্নদ্রষ্টা। সেকারণেই এখন কোন পূজা মন্ডপে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক হামলা হতে দেখলে আমাদের কষ্ট লাগে।’
আরও পড়ুন: নেতিবাচক রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান পরিকল্পনামন্ত্রীর
এর আগে বেলা ১২ টায় কনফারেন্সের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের নেতা ছিলেন। মাটির সঙ্গে যাদের সম্পর্ক তিনি সবসময় তাদের কথা বলতেন। বঙ্গবন্ধুকে জানতে হলে তাঁর চিন্তা ও কর্মকে সাধারণের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে যত বেশি পাঠ করা হবে ততই বাঙালি ভেতর থেকে পরিবর্তিত হবে, মানুষ হবে।’
এছাড়াও এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার।
আরও পড়ুন: আ. লীগ একটি রাজনৈতিক দল নয়, রাজনৈতিক আন্দোলন: পরিকল্পনামন্ত্রী