সারাদেশে দ্বিতীয় ধাপে ৮৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এতে বিভিন্ন পদের জন্য ৪১ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করলেও ভোট হচ্ছে ৮৩৫টিতে। সাতটির ভোট স্থগিত এবং একটির ভোট বাতিল করেছে ইসি। পাঁচটিতে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ৮১ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দেশব্যাপী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৩ হাজার ৩১০ জন প্রতিদ্বন্দ্বীসহ মোট ৪১ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু
সদস্য পদের জন্য প্রায় ২৮ হাজার ৭৪৭ প্রার্থী এবং সংরক্ষিত আসনে ৯ হাজার ১৬১ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই ধাপে ২০৩ সদস্য প্রার্থী এবং সংরক্ষিত আসনে ৭৩ জন মহিলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সারাদেশের ৮ হাজার ৪৯২টি ভোটকেন্দ্রের অধীনে প্রায় ১ কোটি ৬৬ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন, নারী ভোটার ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন ও হিজরা ভোটার ১৬ জন।
সাম্প্রতিক নির্বাচনী সহিংসতার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বুধবার বলেছেন, ‘প্রত্যেক এলাকায় পুলিশ মোতায়েন করে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের মধ্যে সহনশীলতাই এই ধরনের ঘটনা রোধ করার একমাত্র উপায়।’
আরও পড়ুন: চতুর্থ ধাপে ৮৪০ ইউপি নির্বাচনের ভোট ২৩ ডিসেম্বর
ভোটের টাকার জন্য স্ত্রী খুন: স্বামী পলাতক, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার