প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘আমরা দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করব। এ জন্যই প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে।’
রবিবার মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
বিকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আরেকটি ভার্চুয়াল সভায় জাহিদ মালেক বলেন, চলমান করোনায় আমাদের চিকিৎসকরা ঠিকভাবেই কাজ করে যাচ্ছেন। মন্ত্রণালয় তাদের সহযোগিতা করছেন কেবলমাত্র।
আরও পড়ুন: দেশে আর টিকার ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের প্রবৃদ্ধি অর্জন হচ্ছে। এমন একটা পরিস্থিতিতেও দেশের প্রবৃদ্ধি ৬ এর মধ্যে আছে। এটা বিশাল কিছু। আমরা প্রধানমন্ত্রীর গাইডেন্সে কাজ করে যাচ্ছি। যে কারণেই আমরা এটিকে সফলভাবে মোকাবিলা করতে পেরেছি।’
মন্ত্রী বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোও করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। অনেক দেশেই রাস্তাঘাটে মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু আমাদের দেশে হাসপাতালের বাইরে রাস্তায় বা গাড়িতে কেউ মারা যাননি।
জাহিদ মালেক বলেন, অন্যান্য দেশে করোনা মোকাবিলায় ব্যর্থতার দায়ে সরকার পতন হয়েছে। কিন্তু আমাদের দেশে করোনা মোকাবিলা করতে পেরেছি।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে তাগিদ দিচ্ছেন। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল