নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মাইক্রোবাসচালক পাবনার চরগোবিন্দপুর গ্রামের আবুল কালাম আজাদ (৫৩), তার সহকারী পিরোজপুরের পুতলা গ্রামের ইউনুস মিয়া (৫৫) এবং মাইক্রোবাসের অপর যাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার পশ্চিম এরহা গ্রামের আবুল হাসেন (৫০)।
নিহতদের স্বজনরা দুপুর ১২টার দিকে ভৈরব হাইওয়ে থানায় এসে লাশের পরিচয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: বরিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী মাইক্রোবাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সামনে থাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। মাইক্রোবাসের চালক ছাড়া নিহত বাকি দুজন কোন গাড়ির যাত্রী ছিলেন, সেটি তারা জানাতে পারেননি এখন পর্যন্ত।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক খালেদ মাহমুদ জানান, মরজাল এলাকায় সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী একটি সংবাদপত্রবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। এ ছাড়া বাসের চালক,হেলপার আহত হয়েছেন।
বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩