নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ৪২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসময় দু’জনকে আটক করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
আটক ব্যক্তিরা হলেন- ঢাকার কামরাঙ্গীচর এলাকার নুর মোহাম্মদের ছেলে মো.রনি (২০) ও রাজধানী সুবজবাগ এলাকার মৃত রেজু মিয়ার ছেলে মজিবুর রহমান (৩৮)।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার সোনারগাঁওয়ের কুমিল্লা-ঢাকাগামী মহাসড়কের ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৪২ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে গাঁজা দেশের বিভিন্ন জেলা থেকে আনা-নেয়াসহ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।