দেশের কোভিড-১৯ পরিস্থিতির অবনতির কারণে অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের দুই দিন আগেই ১২ এপ্রিল শেষ হবে।
শনিবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন।
আরও পড়ুন: বইমেলা বন্ধের সুপারিশ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির
বন্ধের সিদ্ধান্তটি এমন সময়ে এসেছে যখন সরকার কোভিড-১৯ সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউন কার্যকর করতে চলেছে।
ইউএনবির সাথে আলাপকালে বাংলা একাডেমির পরিচালক ও একুশে বইমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, '১৪ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহ কঠোর লকডাউন শুরুর আগেই ১২ এপ্রিল বইমেলা শেষ হবে।'
আরও পড়ুন: করোনা: বইমেলায় প্রবেশে সময়সীমা কমলো
কোভিড-১৯ এর পুনরুত্থানের মধ্যেই ১৮মার্চ শুরু হওয়া বইমেলাটি প্রকাশক ও বিক্রেতাদের ব্যবসায়ের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্বাভাবিক গতি পেতে ব্যর্থ হয়েছে।
এর আগে, সরকার ৫ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করলেও বাংলা একাডেমিকে মেলা চালিয়ে নেবার অনুমতি দেয়।