নীলফামারী জেলার সদর উপজেলার পুটিহারি এলাকার একটি বাড়ি থেকে শনিবার ভোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তিরা হলেন, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম,ওয়াহেদুল আলী,মাহমুদ ও রহিদুল। ওয়াহেদুল জেএমবির রংপুর শাখার সামরিক প্রধান বলে র্যাব জানিয়েছে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার ভোরে ওই এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে।
পরে দলটি বাড়িতে ঢুকে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে আটক করে। তাদের কাছ থেকে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বেশ কিছু বিস্ফোরক পদার্থ,অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।