পাসপোর্ট সকল নাগরিকের অধিকার উল্লেখ করে পাসপোর্ট পেতে দুর্ভোগ লাঘবের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েন সাংবাদিক নেতারা।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে একটি রেস্তোরাঁয় পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরাম (পিআইআরএফ) আয়োজিত এক ইফতার মাহফিলে তারা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম বলেন, প্রত্যেক নাগরিকের পাসপোর্ট থাকা প্রয়োজন। তবে ঝামেলা ছাড়া পাসপোর্ট পাওয়া গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: নিউমার্কেটে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে পিআইআরএফ পাসপোর্ট প্রার্থী ও বিভাগের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করছে।
পিআইআরএফের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এছাড়া অনুষ্ঠানে ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মনোজ কান্তি রায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু ও ডিআরইউ-এর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাংবাদিকদের ডাটাবেজ তৈরির রোডম্যাপ করছে প্রেস কাউন্সিল: তথ্যমন্ত্রী