সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।
পৌরসভা নির্বাচন: কুষ্টিয়ায় কাউন্সিলরের হামলায় নিহত ১
প্রথম ধাপে যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে সেগুলো হলো— পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ি, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালি, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর, বগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, খুলনার চালনা, ময়মনসিংহের গফুরগাঁও, নেত্রকোণার মদন, মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, সুনামগঞ্জের দুরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শাহেস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড।
৬৪ পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম বিতরণ আগামী সপ্তাহে
এবারই প্রথম সবকয়টি পৌরসভায় ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
ইউএনবি পঞ্চগড় প্রতিনিধি জানান, পৌরসভা নির্বাচনে ভোট প্রদানের জন্য ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
তিনি জানান, পঞ্চগড়ের পৌরসভা নির্বাচনে ১৫টি পোলিং বুথে ভোটগ্রহণ চলছে এবং সেখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি।
তৃতীয় পর্যায়ে ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি
পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে আওয়ামী লীগ সমর্থক ও বিএনপির প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে লাঠিচার্জ করে পুলিশ।
তবে ওই ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রুবেল হোসেন।
দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভার ভোট ১৬ জানুয়ারি
প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন পাঁচ পুলিশ সদস্য, ১৫ জন আনসার সদস্য, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
গত ২২ নভেম্বর প্রথম ধাপের ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে এর মধ্যে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী মারা যাওয়ায় ওই পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।
সোনাগাজী পৌরসভার আ’লীগের ১৪ নেতাকে ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’
তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ভোট হবে আগামী ১৬ জানুয়ারি। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর।