দেশে ২০২১ সালের মাধ্যমিক (এসএসসি), উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা এবং এসকল পরীক্ষার সমমান পরীক্ষাগুলো নভেম্বরের মাসের দ্বিতীয় সপ্তাহ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৭ হাজার ছাড়াল
বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, আগামীতে করোনা পরিস্থিতির উন্নতি হলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মোট আক্রান্ত প্রায় ১৮ কোটি ৮৩ লাখ
এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসে শুধু তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেয়া হবে।’