মহামারি করোনাভাইরাস আক্রান্ত হয়ে পুরো বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪০ লাখ ৫৭ হাজার ৬১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৪৯ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ২৯৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ২১৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৮ হাজার ১০৪ জন।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৭ হাজার ছাড়াল
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩৯৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯ হাজার ৭২৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৭৪ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১১ হাজার ৪০৮ জনে।
আরও পড়ুন: করোনায় বরিশালে নতুন শনাক্ত ৫৩৩, মৃত্যু ১৯
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে, করোনা আক্রান্ত আরও ২১০ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৩৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।
এর আগে মঙ্গলবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় দেশে ২০৩ জনের মৃত্যু এবং ১২ হাজার ১৯৮ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় করোনা শনাক্তের হার ৪৮.০৭ শতাংশ, মৃত্যু ৮
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। শনাক্তের হার ২৯.১৪ শতাংশ। এই পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১.৬১ শতাংশ। এদিকে, একদিনে আরও ৮ হাজার ২৪৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে আট লাখ ৯৭ হাজার ৪১২ জন, সুস্থতার হার ৮৪.৭০ শতাংশ।