বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠী কসমস গ্রুপের জনহিতকর সংস্থা কসমস ফাউন্ডেশনের আয়োজনে সিক্স সিজন হোটেলে কসমস সংলাপের অ্যাম্বাসেডর লেকচার সিরিজের আওতায় ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট।
পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মো. শহীদুল হক সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে স্বাগত বক্তব্য দেবেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।
বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞদের আলোচনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা গভীর করার উপায়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয় জায়গা পেতে যাচ্ছে।
বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম দিকের দেশগুলোর একটি ছিল অস্ট্রেলিয়া এবং গত দশকগুলো ধরে দুই দেশের মধ্যে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে এবং তা বাড়ছে।
বাংলাদেশের সাথে অস্ট্রিলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির পথে রয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধির ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্য ২০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশি পণ্য ২০০৩ সালের ১ জুলাই থেকে অস্ট্রেলিয়ায় শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে।
সেই সাথে বাংলাদেশ জ্বালানি, টেলিকম, পরিবহন, বস্ত্র, শিক্ষা ও খনি খাতে অস্ট্রেলিয়ান কোম্পানিগুলোকে বাণিজ্যিক সুযোগ দিচ্ছে।
অস্ট্রেলিয়ার বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা হাজারো বাংলাদেশি শিক্ষার্থীর জন্য তৃতীয় সর্বোচ্চ জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।
বর্তমানে প্রায় ৩০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং তাদের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছে।
২০১৭ থেকে অস্ট্রেলিয়ান তহবিল বাংলাদেশ সরকারকে কক্সবাজারে মানবিক সংকট সামাল দিতে সহায়তা করছে।
এছাড়া, ক্রিকেটের মাঠেও দুই দেশ পরস্পরকে ভালোভাবেই জানতে পারছে।