রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় ২৬ মার্চের সংঘর্ষের ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সোমবার রাতে পল্টন মডেল থানায় ওয়ারি এলাকার একজন ব্যবসায়ী খন্দকার আরিফুজ্জামান মামলাটি করেন।
২৬ মার্চ বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের বিক্ষোভ চলাকালীন দোকান ও যানবাহন ভাঙচুর, যানবাহনে আগুন দেয়া এবং লোকজনের উপর হামলা করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।
‘মামলার এজাহার অনুযায়ী’ বাদী দাবি করেছেন, হেফাজতের নেতা-কর্মীরা সংঘর্ষের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল।
আরও পড়ুন: মোদিবিরোধী বিক্ষোভ: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ
এছাড়াও মামলায় ২ থেকে ৩ হাজার অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদেরও এই মামলায় আসামি করা হয়েছে।
২৬ মার্চ বায়তুল মোকাররম এলাকায় মুসল্লি ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধীতা করে জুমার নামাজ শেষে মুসল্লিদের মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: নরেন্দ্র মোদিকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের লাল কার্ড
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আগেই কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।