বিদেশে পাঠানোর কথা বলে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাদের আটক করে।
আটক ব্যক্তিদের পরিচয়- মাহবুবুল হাসান (৫০) ও মাহমুদ করিম (৩৬)।
সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক (স্টাফ অফিসার, মিডিয়া) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার রাতে শান্তিনগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহবুবুল স্বীকার করেছে যে এই চক্রটি বিদেশি কোম্পানির ভুয়া নিয়োগপত্র ও অন্যান্য কাগজপত্র দেখিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র ও বেকারদের সঙ্গে প্রতারণা করত। তারা ২০০০ সাল থেকে অনেকজনকে পাচার করেছে।
তিনি বলেন, এই চক্রটি গত দুই বছরে বাংলাদেশের বিভিন্ন স্থানে দালালদের মাধ্যমে ৫২১টি পাসপোর্ট সংগ্রহ করেছে। একজনকে মধ্যপ্রাচ্যে পাঠাতে দুই থেকে তিন লাখ টাকা এবং ইউরোপে ছয় থেকে সাত লাখ টাকা নেয়।
আরও পড়ুন: ২ স্বর্ণ ব্যবসায়ীসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
কিন্তু তারা কাউকে বিদেশে পাঠাতে এবং প্রক্রিয়া শুরু করার জন্য কোনো ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিতে ব্যর্থ হয়। তারা ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতেও ব্যর্থ হয়েছে।
এএসপি ফারজানা বলেন, মানব পাচার চক্রটি এর আগে কিছু লোককে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে বিদেশে পাঠিয়েছিল। এসব ব্যক্তিরা চক্রের বিদেশি সহযোগীদের হাতে আটক ছিল এবং সেখানে চাকরি না পেয়ে মুক্তিপণের জন্য নির্যাতিত হচ্ছিল।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্ত থেকে ৩০ রোহিঙ্গা আটক
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৯ রোহিঙ্গাসহ আটক ৩৩